ভাই ও বোনেরা আপনাদের একটি রিকুয়েষ্ট করছি প্লিজ আপনার দয়াকরে ছেলে ধরা (গলা কাটা) বিষয়ে কোনো পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে করবেন না। এমনকি এই বিষয়ক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন না। কারন এই সব গুজবের জন্যই অপরাধিরা সুযোগ পাচ্ছে আপরাধ করার। আপনার এলাকায় অপরিচিত কাউকে দেখলে পুলিশকে জানান।
মনে রাখবেন দেশটা আমার, আপনার, আমাদের সবার। দেশটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আপনি যদি কারো কোনো উপকার করতে না পারেন। তহলে প্লিজ ক্ষতি কইরেন না। কারন আপনার একটা পোস্টে অনেক মানুষ বির্বত হচ্ছে। দয়াকরে সাহায্যে না করতে পারলে একটু চুপচাপ থাকুন। আপনাদের ভুল সিদ্ধান্তর জন্য একটা মেয়ে মা হারা হয়েছে। যাদেরকে গলা হত্যা করা হচ্ছে তারাতো মরে যাচ্ছে। আবার আপনার একটা পরিবারকে ধংশ করে দিচ্ছেন, শুধু একটা ভুল সিদ্ধান্ত নিয়ে। তাই গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে তুলে দিন। এই দেশে একটা নতুন ফ্যাশন হয়ে গেছে কারো বাসায় চুরি হয়ে গেলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হয়। ক্যান ভাই তার কি কোনো কাজ নাই যে সে আপনার চুরির মালামাল খুঁজে দিবে। আপনাদের সেবা করার জন্য সরকার গ্রাম পুলিশ, মেম্বার, চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, মন্ত্রী, পুলিশকে বেতন দিয়ে রেখেছে। আগে তাদেরকে জানান তারা যদি ব্যর্থ হয়। তাহলে সরকার এর কাছে আবেদন করুন। সব সময় সরকারকে টানা একটা নতুন ফ্যাশন হয়ে গেছে। এতো গুজব না ছড়িয়ে মানুষকে সচেতন করুন। আপনি যদি একজন সচেতন নাগরিক হয়ে থাকেন তাহলে অপরিচিত কাউকে এলাকায় দেখলে পুলিশ এর হাতে তুলে দেন। মানুষের বিবেক এতো ছোট হয়ে গেছে যে যদি মশায় কামড় দেয় তাও সরকারের দোষ। আরে ভাই ঢাকা শহরে এতো এতো নোংরা কে করে?? সরকার? না আমরা? আপনি বুকে হাত রেখে বলতে পারবেন একটা কলা খেলে তার খোসাটা কোনো দিন ডাস্টবিনে ফেলেছেন। আপনি কোনো দিন বাড়ির ছাঁদের জমা থাকা পানি টুকু একটু কষ্ট করে ফেলেছেন। হ্যা যদি আপনার বাসার ময়লা গুলো সিটি কর্পোরেশন এর লোক এসে নিয়ে না যাইতো তাহলে সরকার এর দোষ দেন প্রবলেম নাই। মনে রাখবেন একজনের দ্বারা দেশ এর সকল সমস্যার সমাধান করা সম্ভব না৷ তাই নিজেকে আগে চেঞ্জ করুন। আপনি দেশকে ভালোবাসুন দেশ আপনাকে ভালোবাসবে ভালো রাখবেন। ছোট মানুষ অনেক কিছু বলে ফেললাম। তাই পারলে ক্ষমা করুন।
মনে রাখবেন দেশটা আমার, আপনার, আমাদের সবার। দেশটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আপনি যদি কারো কোনো উপকার করতে না পারেন। তহলে প্লিজ ক্ষতি কইরেন না। কারন আপনার একটা পোস্টে অনেক মানুষ বির্বত হচ্ছে। দয়াকরে সাহায্যে না করতে পারলে একটু চুপচাপ থাকুন। আপনাদের ভুল সিদ্ধান্তর জন্য একটা মেয়ে মা হারা হয়েছে। যাদেরকে গলা হত্যা করা হচ্ছে তারাতো মরে যাচ্ছে। আবার আপনার একটা পরিবারকে ধংশ করে দিচ্ছেন, শুধু একটা ভুল সিদ্ধান্ত নিয়ে। তাই গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে তুলে দিন। এই দেশে একটা নতুন ফ্যাশন হয়ে গেছে কারো বাসায় চুরি হয়ে গেলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হয়। ক্যান ভাই তার কি কোনো কাজ নাই যে সে আপনার চুরির মালামাল খুঁজে দিবে। আপনাদের সেবা করার জন্য সরকার গ্রাম পুলিশ, মেম্বার, চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, মন্ত্রী, পুলিশকে বেতন দিয়ে রেখেছে। আগে তাদেরকে জানান তারা যদি ব্যর্থ হয়। তাহলে সরকার এর কাছে আবেদন করুন। সব সময় সরকারকে টানা একটা নতুন ফ্যাশন হয়ে গেছে। এতো গুজব না ছড়িয়ে মানুষকে সচেতন করুন। আপনি যদি একজন সচেতন নাগরিক হয়ে থাকেন তাহলে অপরিচিত কাউকে এলাকায় দেখলে পুলিশ এর হাতে তুলে দেন। মানুষের বিবেক এতো ছোট হয়ে গেছে যে যদি মশায় কামড় দেয় তাও সরকারের দোষ। আরে ভাই ঢাকা শহরে এতো এতো নোংরা কে করে?? সরকার? না আমরা? আপনি বুকে হাত রেখে বলতে পারবেন একটা কলা খেলে তার খোসাটা কোনো দিন ডাস্টবিনে ফেলেছেন। আপনি কোনো দিন বাড়ির ছাঁদের জমা থাকা পানি টুকু একটু কষ্ট করে ফেলেছেন। হ্যা যদি আপনার বাসার ময়লা গুলো সিটি কর্পোরেশন এর লোক এসে নিয়ে না যাইতো তাহলে সরকার এর দোষ দেন প্রবলেম নাই। মনে রাখবেন একজনের দ্বারা দেশ এর সকল সমস্যার সমাধান করা সম্ভব না৷ তাই নিজেকে আগে চেঞ্জ করুন। আপনি দেশকে ভালোবাসুন দেশ আপনাকে ভালোবাসবে ভালো রাখবেন। ছোট মানুষ অনেক কিছু বলে ফেললাম। তাই পারলে ক্ষমা করুন।
0 Comments