আমরা যারা ঢাকা চট্রগ্রাম রোডে যাতায়াত করি, তাদের চলার পথে কুমিল্লায় " হোটেল তাজ মহল " নিশ্চই চোখে পরেছে ? সাবধান ! সেখানে ঢুকবেন না । টাকা বেশি হলে গরিবদের দান করে দিন ।
ব্যবসার নামে সাইন বোর্ড ঝুলিয়ে বিনা অস্ত্রে ছিনতাই করছে , কিছু যুবকদের হোটেল বয় বানিয়ে ।এসব হোটেল গুলোতে প্রশাসনের কোন নিয়ন্ত্রণ আছে বলে আমার মনে হয় না । আমার অনেক বন্ধু আছে কুমিল্লায় । তাদের কাছে অনুরোধ করবো , আপনারা ফেসবুকের মাধ্যমে সকল মহলকে শতর্ক করে দিন । আর প্রশাসনকে জানান ।

সকলের প্রশ্ন তারা কি করেছে ? চলার পথে ঢুকলাম । এক জন এসে বলে স্যার নিচে ভাল না , উপরে যান । উপরে গেলাম । ক্ষুধার্ত , ভদ্র লোক, অর্ডার দিলাম । খাওয়াদাওয়া শেষ । যথারীতি বিল চাইলাম । খেয়াল করলাম বয় ছেলেটি ক্যাশের লোকটিকে বলছে বিলটি বাড়িয়ে রাউন্ড ফিগার করে দিতে । লোকটি বলছে চুপ ভদ্র লোক খেয়াল করছে । মানে আমাকেও সে নজরে রাখছে । বিল হাতে নিয়েতো অবাক ! এক ডিস সাদা ভাতের দাম তিন শত বিশ টাকা । বাকিটা আর নাইবা লিখি । কথা কাটাকাটির এক পর্যায়ে মানসম্মানের ভয়ে ফুল পেমেন্ট করলাম । আর মনে মনে ভাবলাম , ভাগ্যিস জাপটা বাজটা হোটেলে ধরেছে , রাস্তায় হলে তো সবই যেতো । আসা করবো কুমিল্লাবাসী ও প্রশাসন হোটেল গুলোর উপর একটু নজর দারি বাড়াবেন । অন্য কেউ যেন হেস্তনেস্ত না হয় ।
///বিঃ দ্রঃ খাবার অর্ডার করার পূর্বে খাবারের দাম এবং মেনুকার্ড দেখে অর্ডার দিন///