১) ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য টেস্ট সমূহের মূল্য নিম্নরূপ হবেঃ
ক) NS1- ৫০০/- (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিলো ১২০০ - ২০০০/-
খ) IgM + IgE অথবা IgM/ IgE- ৫০০/- (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিলো ৮০০ - ১৬০০/- 
গ) CBC (RBC + WBC + Platelet + Hematocrit)- ৪০০/- (সর্বোচ্চ) যার পূর্বমূল্য ছিলো ১০০০/- পর্যন্ত।
*মূল্য সমূহ অদ্য ২৮ জুলাই ২০১৯ খ্রিঃ হতে কার্যকর হবে।



২) সকল প্রাইভেট হাসপাতাল/ ডায়াঃ সেন্টার ডেঙ্গু রোগীদের জন্য ১ টি 'ওয়ান স্টপ সেন্টার' চালু করবে।
৩) সকল হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি করা হবে।
৪) ডেঙ্গু রোগীর সংখ্যার অনুপাতে ডাক্তার, নার্স সহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা হবে।
কেউ বেশি ফী দিলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আইনিপদক্ষেপ নিব।